বুধবার, জানুয়ারী ২২

গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনা ভাইরাস শনাক্ত ২৩ লাখ ৮৯ হাজার ৬৬৬ জন

0

ডেস্ক রিপোর্ট:  করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে মারা গেছে ১০ হাজার ৬৫৪ জন, যা আগের দিনের তুলনায় ছয় শতাধিক কম। এ সময়ে শনাক্ত হয়েছে ২৩ লাখ ৮৯ হাজার ৬৬৬ জন। আগের দিনের চেয়ে শনাক্ত কমেছে প্রায় ১৭ হাজার। বৈশ্বিক এ মহামারিতে এ পর্যন্ত মারা গেছে ৫৮ লাখ সাত হাজার ৩২২ জন। মোট আক্রান্ত হয়েছে ৪০ কোটি ৬০ লাখ ৫৬ হাজার ৩৮০ জন। শুক্রবার সকালে করোনার সংক্রমণ, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে পাওয়া এ তথ্য পাওয়া গেছে। তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে জার্মানিতে। এ সময়ে দেশটিতে আক্রান্ত হয়েছেন দুই লাখ ৪৭ হাজার ১২৮ জন। মৃত্যুর দিক থেকে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এ সময়ের মধ্যে দেশটিতে মারা গেছে দুই হাজার ৩১২ জন। মৃত্যুর তালিকায় জার্মানির পরেই রয়েছে ব্রাজিল, রাশিয়া, মেক্সিকো, ভারত, স্পেন ও ফ্রান্স। শনাক্তের দিক থেকে বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। মৃত্যুর তালিকায় অবস্থান তৃতীয়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৬৫৯ জন। সংক্রমিত হয়েছেন ৫৫ হাজার ৯৮৮ জন। শুরু থেকে এ ভারতে আক্রান্ত হয়েছে চার কোটি ২৫ লাখ ৩৪ হাজার ৪৮ জন। মৃত্যু ঘটেছে পাঁচ লাখ সাত হাজার ২০৮ জনের।

Share.