বুধবার, জানুয়ারী ২২

গভীররাতে সুবিধাবঞ্চিতদের ঈদ উপহার দিলেন ইউএনও

0
বাংলাদেশ থেকে বোয়ালমারী উপজেলা প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর এর রাতে করোনায় উদ্ভূত পরিস্থিতিতে কর্মহীন সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় ঈদ উপহার নিয়ে হাজির হয়েছেন বোয়ালমারীর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ। ফরিদপুরে বোয়ালমারী পৌরসদরের সোতাশী, আমগ্রামসহ শেখর ইউনিয়নের রাখালতলি ও সহস্রাইল বাজারের আশপাশের বেশ কিছু সুবিধাবঞ্চিত হতদরিদ্র মানুষকে  ঈদ উপহার হিসেবে  শাড়ী, লুঙ্গি পৌছিয়ে দিয়েছেন তিনি। করোনায় উদ্ভূত পরিস্থিতিতে কর্মহীন হয়ে ঢাকা থেকে মাস দুয়েক আগে নিজ বাড়ীতে এসেছে  টিটু ও তার স্ত্রী রহিমা। এলাকায় ফিরেও বেকারত্বের কষাঘাতে জর্জরিত হয়ে ধারদেনা করে কোনমতে জীবনযাপন করছিল টিটো । একমাস সিয়াম সাধনা শেষে পবিত্র  ঈদ এলেও তার সংসারে ছিল না ঈদের আমেজ। স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা নিয়ে এমন ২০টি পরিবারের হাতে ঈদের গভীররাতে ঘুম থেকে জাগিয়ে তুলেদেন এ ঈদ উপহারাদি। ঈদ উপহার শাড়ী পেয়ে সহস্রাইলের রহিমা ও শেফালী আবেগাপ্লুত হয়ে পড়েন বারবার ইউএনও ঝোটন চন্দের  প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন শেখর ইউনিয়নের চেয়ারম্যান ইস্রাফিল মোল্যা, ওয়ার্ড মেম্বার জাহাঙ্গীর আলম, বোয়ালমারী পৌরসভার মহিলা কাউন্সিলর মণিকা রাজবংশী প্রমুখ।
Share.