গরমে অতিষ্ঠ হয়ে বিমানে হাতপাখা চাইলেন এমপি ফারুক চৌধুরী

0

বাংলাদেশ থেকে স্টাফ রিপোর্টার(রাজশাহী):  অতিরিক্ত গরমে অতিষ্ঠ হয়ে বিমানের যাত্রীদের জন্য হাতপাখা চাইলেন রাজশাহী-১ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য (এমপি) ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বেসরকারী এয়ারলাইন্স ইউএস বাংলার একটি বিমানে করে ঢাকা থেকে রাজশাহী পৌঁছান তিনি। পৌঁছানোর পর নিজের ফেসবুকে তিনি লিখেন, এইমাত্র রাজশাহী এসে পৌঁছাতে পারলাম। ইউএস বাংলার ফ্লাইটে প্রচন্ড গরম। কর্তৃপক্ষে যাত্রীদের একটি করে হাতপাখা দিবার জন্য অনুরোধ করলাম । এ সময় তিনি ফেসবুক পোস্টের সাথে ইউএস বাংলার কাছে লিখিত আবেদনের ছবিও যুক্ত করে দেন। ফারুক চৌধুরী এমপি জাতীয় সংসদের সরকারী প্রতিষ্ঠান সম্পর্কিত স্থায়ী কমিটি এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য।

Share.