গরম নিয়ে আবহাওয়া অফিসের পূর্বাভাস

0

ঢাকা অফিস:দেশের বিভিন্ন জেলায় বয়ে যাচ্ছে দাবদাহ। বৃষ্টি না থাকায় জনজীবনে তীব্র গরম অনুভূত হচ্ছে। শনিবার (২৪ এপ্রিল) দুপুর ২টায় যশোরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস।কয়েকদিন ধরেই এই তীব্র থেকে মাঝারি তাপদাহ অব্যাহত রয়েছে যশোর, চুয়াডাঙ্গাসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায়। অতিরিক্ত গরমের কারণে সাধারণ মানুষ ঘরের বাইরে বের হচ্ছে না। মানুষ গরম থেকে রক্ষা পেতে গাছের ছায়া খুঁজে ফিরছেন। তবে সবচেয়ে বেশি ভোগান্তি পোহাচ্ছেন নিম্ন আয়ের মানুষ। রোদের তীব্রতা বাড়ার সাথে সাথে সড়ক ফাঁকা হয়ে যাচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, সপ্তাহ জুড়েই এই তাপদাহ অব্যাহত রয়েছে। ৩৭ থেকে ৪০ ডিগ্রির মধ্যে তাপমাত্রা উঠা-নামা করছে। যা তীব্র তাপদাহ হিসেবে রেকর্ড করা হয়েছে। আরও কয়েক দিন বিভিন্ন জেলার ওপর দিয়ে দাবদাহ বয়ে যাবে বলেও জানিয়েছেন আবহাওয়া অফিস।

Share.