শনিবার, ডিসেম্বর ২৮

গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত- ৩

0

ঢাকা অফিস: যশোরের অভয়নগরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন। প্রাথমিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি। সোমবার বাংলাদেশ সময় ভোরে উপজেলার প্রেমবাগ গ্রামের রেলক্রসিংয়ে এই ঘটনা ঘটে। নিহতদের বয়স ৩০ থেকে ৪৫ বছরের মধ্যে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশ জানায়, সোমবার বাংলাদেশ সময় ভোরে পিকআপে করে কয়েকজন গরু চুরি করতে যায়। এ সময় বাড়ির মালিক ও গ্রামবাসী টের পেয়ে চিৎকার চেচামেচি শুরু করে। পরে গ্রামবাসী তাদের ধাওয়া করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলে দুজন নিহত হয়। আরেক জন অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যায়। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম গণপিটুনিতে তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের নাম-পরিচয় এখনো জানা সম্ভব হয়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে।

Share.