বুধবার, জানুয়ারী ২২

গরুর মাংসে ভারতের ট্যাগ লাগানোর পর ক্ষমা চাইলো সুপারমার্কেট

0

ডেস্ক রিপোর্ট: গরুর মাংসের প্যাকেটে ‘টেস্ট অব ইন্ডিয়া’ স্টিকার লাগিয়ে বিপদে পড়েছে জার্মান সুপারমার্কেট আলডি। ব্রিটেনে আলডি এমন কাণ্ড ঘটানোর পর সোশ্যাল মিডিয়ায় কড়া সমালোচনার পর ক্ষমা চেয়েছে প্রতিষ্ঠানটি।ইউরোপ, আমেরিকাসহ বিভিন্ন দেশে জার্মান ডিসকাউন্ট সুপারমার্কেট আলডির চেইনশপ রয়েছে। ব্রিটেনে আলডির চেইনশপগুলোতে ম্যাঙ্গো মাসালা স্টেক নামে গরুর মাংসের একটি পণ্যের গায়ে ‘টেস্ট অব ইন্ডিয়া’ লেখা স্টিকার লাগানো হয়।এরপর ব্রিটেনে বসবাসরত অনেক ভারতীয় সোশ্যাল মিডিয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়। কেউ কেউ লিখেছেন, গরুর মাংস কখনও ‘টেস্ট অব ইন্ডিয়া’ হতে পারে না। আবার কারও কারও মন্তব্য, হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে আমরা এটা মেনে নিতে পারি না।আরেক ভারতীয় টুইটে মন্তব্য করেছেন যে, হিন্দু হিসেবে গরুকে আমি শ্রদ্ধা করি। আমার প্রিয় দোকান আলডিতে গরুর মাংসের মোড়কে ‘টেস্ট অব ইন্ডিয়া’ দেখে সত্যিই হতাশ এবং হতবাক আমি।কেউ কেউ তো আবার টেস্ট অব ইন্ডিয়া স্টিকারটি তুলে নেয়ারও দাবি জানিয়েছে। পরে আলডির মুখপাত্র এটিকে ভুল উল্লেখ করে ক্ষমা চেয়েছেন। আগামীতে গরুর মাংসের প্যাকেটে এমন স্টিকার ব্যবহার করা হবে না বলেও জানান তিনি।উল্লেখ্য, ভারতে ২৮টি রাজ্যের মধ্যে ২০টি রাজ্যেই গরু হত্যা নিষিদ্ধ। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে গরু পবিত্র প্রাণী হিসেবে বিবেচিত।

 

Share.