ডেস্ক রিপোর্ট: লাতিন আমেরিকার চতুর্থ দেশ হিসেবে গর্ভপাত বৈধ করে একটি আইনের অনুমোদন দিয়েছে আর্জেন্টিনা। দীর্ঘ বিতর্কের পর স্থানীয় সময় মঙ্গলবার বিকালের দিকে ভোটের মাধ্যমে দেশটির সিনেট আইনটির অনুমোদন দেয়। আল জাজিরা জানিয়েছে, সিনেটের এই ভোটে গর্ভপাতের পক্ষে ৩৮টি ভোট পড়ে। অন্যদিকে বিপক্ষে পড়ে ২৯টি ভোট। অনুমোদনকৃত আইনে রয়েছে, গর্ভাবস্থার ১৪ সপ্তাহের মধ্যে গর্ভপাত করা যাবে। ওই এলাকায় ক্যাথলিক চার্চের শক্ত অবস্থানের মধ্যেই এমন আইন পাস করল আর্জেন্টিনা। এদিন গর্ভপাত আইনকে সামনে রেখে আর্জেন্টিনার জাতীয় কংগ্রেসের সামনে হাজারো মানুষ জড়ো হয়। আইনটি অনুমোদন পাওয়ার পর গর্ভপাতের পক্ষের হাজারো মানুষ উচ্ছ্বাস প্রকাশ করে। তারা স্লোগান দেয় ‘হাসপাতালে এখন গর্ভপাত বৈধ।’ দীর্ঘ প্রচারণার ফলে সিনেটে আর্জেন্টিনায় গর্ভপাত নিয়ে ভোট অনুষ্ঠিত হলো। বিষয়টি নিয়ে আজেন্টিনার মানুষ দুইভাগে বিভক্ত হয়ে যায়। ভোটের ফলাফল প্রকাশ হবার পর ভিভিয়ানা রিয়োস আলভার্দো (২৫) নামে এক নারী তার বন্ধুকে আনন্দে আলিঙ্গন করেন। আইন পাস হয়েছে সেটা তার বিশ্বাসই হচ্ছে জানিয়ে রিয়োস বলেন, ‘আমরা অনেক ঘটনার মধ্যে দিয়ে গেছি। অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। গর্ভপাত বৈধ হতে দীর্ঘ সময় লাগলো। তবে এখন এই আইন সবার জন্য বৈধ্য। এটা অবিশ্বাস্য।’ অন্যদিকে গর্ভপাত আইনের বিরোধিতাকারীরাও এদিন কংগ্রেসের বাইরে জড়ো হয়। তাদের জমায়েত থেকে আইনপ্রণেতাদের প্রতি আইনটি পাস না করতে আহ্বান জানানো হয়।
গর্ভপাতের বৈধতা দিল আর্জেন্টিনা
0
Share.