গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

0

বাংলাদেশ থেকে সিলেট প্রতিনিধি: গোলাপগঞ্জে গাছ থেকে পড়ে জুন্নাহ আহমদ নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টায় সিলেট ইবনে সিনা হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। জুন্নাহ আহমদ ভাদেশ্বর ইউনিয়নের মাইজভাগ গ্রামের মইবালির ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ভাই হাফিজ জাবের আহমদ। জানা যায়, মঙ্গলবার সকাল ১১টার দিকে জাবের আহমদ পাশের বাড়ির এক বাড়িতে সুপারি পারার জন্য সুপারি গাছে উঠলে গাছ ভেঙ্গে সে পড়ে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে গুরুতর আহত আবস্থায় গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেটে নেওয়ার পরামর্শ দেন। পরে সিলেট ইবনে সিনা হাসপাতালে একদিন চিকিৎসাধীন থাকার পরে বুধবার সকাল ৯টায় সে শেষ নিঃশ্বাস ত্যাগ কর।

Share.