বুধবার, জানুয়ারী ২২

গাজাবাসীকে ট্রিগারে আঙুল রাখার আহ্বান হামাসের

0

ডেস্ক রিপোর্ট: ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস গাজাবাসীকে তাদের আঙুল বন্দুকের ট্রিগারে রাখার আহ্বান জানিয়েছে।একই সঙ্গে সংগঠনটি প্রতিরোধ যোদ্ধাদের তাদের ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাখার কথা বলেছে।   অধিকৃত ভূখণ্ডে ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনী ও ফিলিস্তিনি জনগণের মধ্যে সাম্প্রতিক দিনগুলোতে সহিংস সংঘর্ষ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এই আহ্বান জানালো হামাস।  সংগঠনটি ফিলিস্তিনের সব জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে।রোববার প্রকাশিত এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, পবিত্র আল-কুদস জেরুজালেম শহরের সব নারী, পুরুষ ও তরুণের প্রতি হামাস ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছে। আপনারা প্রমাণ করে দিন— পবিত্র আল কুদস ফিলিস্তিনিদের হৃদয়ের গভীরে রয়েছে।হামাস ফিলিস্তিনের সব প্রতিরোধকামী সংগঠনকে ইসরাইলি আগ্রাসনের মুখে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেছে, গাজার প্রতিটি প্রতিরোধকামী গ্রুপকে বন্দুকের ট্রিগারে তাদের আঙুল রাখতে হবে এবং ইহুদিবাদী ইসরাইলের শক্তিশালী ঘাঁটি ও সামরিক স্থাপনায় আঘাত করতে হবে।পবিত্র জেরুজালেম শহরের আল আকসা মসজিদ চত্বরে ফিলিস্তিনি মুসলমানদের ওপর ইহুদিবাদীদের কয়েক দফা সহিংস হামলার পর হামাসের পক্ষ থেকে এ বিবৃতি দেওয়া হলো।

Share.