শনিবার, নভেম্বর ২৩

গাজায় আবারো ইসলায়েলি হামলা, আরও ৩০ ফিলিস্তিনি নিহত

0

ডেস্ক রিপোর্ট: ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসলায়েলের বিমান হামলা অব্যাহত আছে। আজ শনিবার ভোরে তারা গাজা উপত্যকার দুই আবাসিক এলাকায় হামলা চালিয়ে অন্তত ৩০ জনকে হত্যা করেছে। উপত্যকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘শনিবার ভোরে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহ সিটি এবং উত্তরাঞ্চলীয় শহর জাবালিয়ায় অভিযান চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী। হামলার পর রাফাহ সিটি থেকে ১৪ জন এবং জাবালিয়া থেকে ১৬ জন ফিলিস্তিনির দেহ উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও বেশ কয়েকটি লাশ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। ’ গাজায় দুই সপ্তাহ ধরে চলা ইসরায়েলের নির্বিচার হামলায় ৪ হাজার ১৬৭ জন নিহত হয়েছেন। আহত ১৩ হাজারের বেশি মানুষ। নিহতদের মধ্যে শিশু ১ হাজার ৫২৪, আর নারী ১ হাজারের বেশি। নিহতদের মধ্যে রয়েছেন ১১ সাংবাদিকও। এ ছাড়া পশ্চিম তীরে ইসরায়েলের হামলায় গতকাল পাঁচ শিশুসহ ১৩ জন নিহত হয়েছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এদিকে ইসরায়েলের একটি সূত্র বলছে, হামাসের হামলা ও তাদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় তাদের নাগরিক নিহত হয়েছেন ১ হাজার ৪০০ জনের বেশি। আহত ৪ হাজার ৬২৯ জন। নিহত ব্যক্তিদের মধ্যে ৩৬৩ জন সেনা ও পুলিশ সদস্য।

Share.