ডেস্ক রিপোর্ট: আবারো গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে তাদের ফাইটার জেট ফিলিস্তিনের একটি রকেট ইঞ্জিন তৈরির ভূগর্ভস্থ কমপ্লেক্সে হামলা চালিয়েছে। বৃহস্পতিবার এই সপ্তাহে দ্বিতীয়বারের মতো বিমান হামলার লক্ষ্যবস্তু হলো গাজা। রকেট হামলার পর তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, বিমান হামলায় মধ্য গাজার আল-বুরিজ শরণার্থী শিবিরের বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলি পুলিশ জানায়, এর আগে রাতে গাজা থেকে ছোঁড়া একটি রকেট দক্ষিণ ইসরায়েলে আঘাত হানে, এতে একটি বাড়ির সামান্য ক্ষতি হয় তবে কোনো আহত হয়নি। ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, অবরুদ্ধ উপকূলীয় ছিটমহলে তাদের অভিযানের পর গাজা থেকে আরও চারটি রকেট ছোঁড়া হয়েছিল। কিন্তু বিমান প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সেগুলো প্রতিরোধ করা সম্ভব হয়েছে। তেল আবিবের হামলা এবং অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে গত মে মাসে ১১ দিনের ইসরায়েলি অভিযানের পর থেকে সংঘাত বাড়তে থাকে। সংঘাতের পর গাজায় ২৫০ জনের বেশি ফিলিস্তিনি এবং ১৩ ইসরায়েলি নিহত হয়।