ডেস্ক রিপোর্ট: গাজা থেকে ছোঁড়া রকেটে দুই ইসরায়েলি নিহত হয়েছে। তারা বলছে, এ ঘটনায় আর ৬ জন আহত হয়েছে।ইসরায়েলি সেনাবাহিনী মঙ্গলবারও গাজা উপত্যকায় বোমা হামলা চালিয়েছে বলে জানিয়েছে গাজার কর্তৃপক্ষ। উপত্যকা থেকে ইসরায়েলকে লক্ষ্য করে রকেট হামলার পাল্টা এই হামলা চালায় তারা।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবারের হামলায় কমপক্ষে দুইজন নিহত হয়েছে। এর আগে গতকাল ভয়াবহ বিমান হামলায় ৯ শিশুসহ ২৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।সোমবারের ওই বিমান হামলার জবাবে পাল্টা তীব্র হামলা চালায় হামাস। হামাসের সশস্ত্র উইং এজ্জেদিন আল-কাসাম ব্রিগেড এক বিবৃতিতে জানিয়েছে, ৩০ মিনিটের কম সময়ে ৭০টির বেশি রকেট ছোঁড়া হয়েছে।গাজা উপত্যকা থেকে ইসরায়েলে সোমবার থেকে আজ পর্যন্ত ৩০০-র বেশি রকেট হামলা চালানো হয়েছে। এর আগে আল-কাসাম ব্রিগেড জানিয়েছিল, আল-আকসায় ‘সব সীমা অতিক্রম’ করেছে ইসরায়েল। আর এর জবাব দেয়া তাদের দায়িত্বের মধ্যে পড়ে।এদিকে সোমবারের হামলায় নিহত ফিলিস্তিনিদের জানাজা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার শোক জানাতে গাজায় শত শত মানুষ জড়ো হয়।
গাজা থেকে ছোঁড়া রকেটে ২ ইসরায়েলি নিহত
0
Share.