বৃহস্পতিবার, জানুয়ারী ২৩

গাজীপুরে অগ্নিকাণ্ডে ভস্মীভূত তিন ঝুটের গুদাম

0

ঢাকা অফিস: গাজীপুরের কোনাবাড়ীতে মিতালী ক্লাব এলাকায় অগ্নিকাণ্ডে তিনটি ঝুটের গুদাম ভস্মীভূত হয়েছে। আজ শুক্রবার সকালে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের জয়দেবপুর ও কালিয়াকৈর স্টেশনের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আশপাশে পানির উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণে সমস্যার সৃষ্টি হয়। পরে সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।এদিকে, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

Share.