বৃহস্পতিবার, জানুয়ারী ২৩

গাজীপুরে অজ্ঞাত ব্যক্তির খণ্ডিত লাশ উদ্ধার

0

বাংলাদেশ থেকে গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে অজ্ঞাত এক ব্যক্তির খণ্ডিত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে উপজেলার নাগরী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মানিক মিয়ার ভাড়া বাড়ির সামনে থেকে মরদেহের তিনটি অংশ উদ্ধার করে পুলিশ। নাগরী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. মুজিবুর রহমান বলেন, সাবেক ইউপি সদস্যের ভাড়া বাড়ির সামনে থেকে অজ্ঞাত ওই ব্যক্তির দেহের কিছু অংশ উদ্ধার করা হয়েছে। কালীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি। ঘটনাস্থল পুলিশ-র‌্যাব পরিদর্শন করেছে। পাশাপাশি নাম পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কাজ করছে। তিনি বলেন, মরদেহের বাকি অংশ উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে। না পেলে ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্ত করা হবে।

Share.