গাজীপুরে দুই মহাসড়কে যানবাহনের দীর্ঘ সারি

0

ঢাকা অফিস: গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল ও ময়মনসিংহ মহাসড়কে যানবাহন ও যাত্রীর চাপ বেড়েছে।এতে চান্দনা চৌরাস্তা থেকে সফিপুর এবং টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। দুর্ভোগে পড়েছেন হাজার হাজার যাত্রী।করোনা সংক্রমণ ঠেকানোর লকডাউন শিথিল ও সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় শুক্রবার (১৬ জুলাই) সকাল থেকে সড়কে বেড়েছে মানুষের চাপ। সেই সঙ্গে যুক্ত হয়েছে ঈদযাত্রা। ফলে বাড়তি গাড়ি ও মানুষের চাপে ঢাকা সড়ক-মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। সড়কের বিভিন্ন পয়েন্টে কাজ করছে বিপুল সংখ্যক পুলিশ।সকালে যানজটের সৃষ্টি হলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়তে থাকে। এ সময় বাসের যাত্রী ও পথচারীদের ভোগান্তি পোহাতে হয়। অনেকে বাধ্য হয়ে বাস থেকে নেমে হেঁটেই রওনা দেন গন্তব্যের পথে। তবে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে হাইওয়ে পুলিশ ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।জানা গেছে, লকডাউন শিথিলের প্রথম দিন বৃহস্পতিবার মহাসড়কগুলোতে ছিল যানবাহনের চাপ। কোথাও কোথাও ছিল যানজট। কিন্তু শুক্রবার সরকারি ছুটির দিন সত্ত্বেও ময়মনসিংহমুখী সব যানবাহন সড়কে আটকা পড়েছে।সরেজমিন ঘুরে জানা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে গাজীপুর জয়দেবপুর চৌরাস্তা বিআরটি প্রকল্পের নির্মাণ কাজের ধীরগতি আর খোঁড়াখুঁড়ি, অপরদিকে বৃষ্টির পানি জমে সড়কে বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। এর ফলে ফের নগরবাসী সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছে। একই চিত্র টঙ্গী কালিগঞ্জ সড়কেও। স্থানীয়রা যানজটের জন্য ট্রাফিক পুলিশকে দোষ দিচ্ছে আবার বিআরটি প্রকল্পকেও দায়ি করছে। 

Share.