ডেস্ক রিপোর্ট: সোমবার পাকিস্তানের অ্যাবোটাবাদ জেলার হাভেলিয়ান এলাকায় পিটিআই নেতা তহসিল নাজিম আতিফ মুনসিফ খানের গাড়িতে সন্ত্রাসী হামলায় তিনিসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। খবর দ্য নেশনের। তহসিল নাজিম এবং তার দশ জন বন্ধু গাড়িতে ছিলেন। তাদের বহনকারী গাড়িতে নির্বিচারে গুলি চালানোর পর রকেট হামলা করে গাড়িটি সম্পূর্ণ বিধ্বস্ত করা হয়। লুংড়া গ্রাম থেকে যাওয়ার সময় ঘটনাস্থলেই অনেকে নিহত হন এবং দুইজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অ্যাবোটাবাদ জেলা পুলিশ কর্মকর্তা উমর তুফায়েল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের হামলাটি ব্যক্তিগত শত্রুতার ফল বলে মনে হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ল্যাংড়া রোডে এক রাজনৈতিক নেতার গাড়িতে আগুন লেগেছে বলে ক্ষোভ ছিল। তারা বলেছে, তারা পুলিশকে রিপোর্ট করেছিল, কিন্তু পুলিশ আসতে দেরি করে। পুলিশ ও ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছালে গাড়িটি পুড়ে ছাই হয়ে যায় এবং আতিফ মুন্সিফ খান ও তার ছয় সহকর্মী মারা যান। ঘটনাটি আশেপাশের এলাকা, বিশেষ করে হাভেলিয়ান জুড়ে আতঙ্কের ঢেউ তুলেছে। প্রাক্তন প্রাদেশিক মন্ত্রী মুনসিফ খান জাদুনের ছেলে আতিফ মুনসিফ খান বস্তি শের খানে জন্মগ্রহণ করেন। ২০২২ সালের স্থানীয় সংস্থার নির্বাচনে তিনি পাকিস্তান মুসলিম লীগ (এন) এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রার্থীদের পরাজিত করেন এবং স্বতন্ত্র প্রার্থী হিসাবে তহসিল নাজিম নির্বাচিত হন। স্থানীয় সরকার নির্বাচনের কয়েকদিন আগে কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন আতিফ মুনসিফ খান। এই মাসের শুরুর দিকে, পিটিআই বেলুচিস্তান অ্যাসেম্বলির সদস্য ইয়ার মুহাম্মদ রিন্দের ছেলে মীর সরদার খানের দুই নিরাপত্তারক্ষী প্রদেশের নোশাম জেলায় প্রাক্তনের গাড়িতে একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) হামলায় নিহত হন।
গাড়িতে হামলায় পাকিস্তানে পিটিআই নেতাসহ নিহত-১১
0
Share.