বুধবার, জানুয়ারী ২২

গাড়ি-ঘোড়ার পরিবর্তে বর এলেন বুলডোজারে চড়ে!

0

ডেস্ক রিপোর্ট: নেটিজেনদের নজর কেড়েছে একটি বিয়ের ভিডিও। কারণ, ওই বিয়েতে বরযাত্রী এসেছে বুলডোজারে চড়ে। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অতীতে ঘোড়ায় চড়ে বিয়ে করতে আসতেন বর। আধুনিক যুগে তার সঙ্গে যোগ হয়েছে যন্ত্রচালিত গাড়ি। তবে নিজেকে ব্যতিক্রম দেখাতে আজকাল অনেকেই ভিন্ন কিছু করার চেষ্টা করেন। সেই চিন্তাতেই গাড়ি-ঘোড়ার পরিবর্তে বুলডোজারে চড়ে বিয়ে করতে গেলেন এক যুবক। তার বাড়ি উত্তর প্রদেশের গোরখপুর জেলায়। ভিডিওতে দেখা যায়, বর ও তার পরিবারের কয়েকজন সদস্য বুলডোজারের ব্লেডের ওপর বসে রয়েছেন। সেখানে বসেই ঢোলের বাদ্যর সঙ্গে তাল দিচ্ছেন যুবক। সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই দ্রুত ভাইরাল হয় ভিডিওটি। সেখানে মজার মজার সব মন্তব্য করেছেন ব্যবহারকারীরা। একজন লিখেছেন, যুবক কি বিয়ে করতে গেছেন, নাকি নাটক করতে? আরেকজনের মন্তব্য, বুলডোজারচালক যদি ভুলে যান যে, তিনি বরযাত্রী এসেছেন, তাহলে কী হবে ঈশ্বরই জানেন। তৃতীয় এক ব্যক্তি লিখেছেন, সারাদেশে বোকায় ভরে গেছে।

Share.