মঙ্গলবার, ডিসেম্বর ২৪

গায়ক নোবেলকে অবশেষে ডিভোর্স দিলেন স্ত্রী সালসাবিল

0

বিনোদন ডেস্ক: অবশেষে গায়ক নোবেলকে ডিভোর্স নোটিশ পাঠিয়েছেন তার স্ত্রী মেহরুবা সালসাবিল। গত ১১ সেপ্টেম্বর এ নোটিশ পাঠান বলে জানিয়েছেন সালসাবিল। সালসাবিলের অভিযোগ, নোবেল মানসিক অসুস্থ এবং মাদক ও নারীতে আসক্ত। ফলে তাদের মধ্যে বনিবনা হচ্ছিল না। বুধবার দুপুরে গণমাধ্যমকে বিষয়টি জানান তিনি নিজেই। সালসাবিল বলেন, ‘নোবেলের সঙ্গে সংসার করা সম্ভব না। তাই তাকে ডিভোর্স লেটার পাঠিয়েছি। এখন যদি সে সিগনেচার করে দেয় তাহলে ডিভোর্স হয়ে যাবে। আর সিগনেচার না করলে তিনমাস পর অটোমেটিক ডিভোর্স কার্যকর হবে।’ ডিভোর্স লেটারের কারণ সম্পর্কে সালসাবিল বলেন, ‘নোবেল মানসিক অসুস্থ। সে মাদক এবং নারীতে আসক্ত। বিভিন্ন সময় আমাকে নির্যাতন করেছে। এসব কারণে ওর সাথে সংসার করা সম্ভব না। তাই ডিভোর্স লেটার (তালাক নোটিশ) পাঠিয়েছি।’

Share.