গায়ে কেরোসিন ঢেলে নৌকার কর্মীর গায়ে আগুন

0

বাংলাদেশ থেকে খুলনা প্রতিনিধি: খুলনা-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস এম কামাল হোসেনের নির্বাচনী অফিসের নিরাপত্তাকর্মী গায়ে কেরোসিন দিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে তার শরীরের কাপড় পুড়ে যায়। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দিবাগত রাতে খানজাহান আলী থানা এলাকার যোগীপোল মধ্যপাড়া ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ওই কর্মীর নাম মো. হাসান ফারাজীর (৪২)। তিনি যোগীপোল এলাকার সোহরাব ফারাজীর ছেলে। এলাকাবাসী, পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, এস এম কামাল হোসেনের নির্বাচন পরিচালনা অফিস পাহারা দিতেন হাসান ফারাজী। বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে দুর্বৃত্তরা এসে তার গায়ে কেরোসিন নিক্ষেপ করে আগুন দিয়ে পালিয়ে যায়। এতে তার মাথা ও ঘাড়ের পেছনের অংশ আগুনে দগ্ধ হয়। পরবর্তীতে স্থানীয়রা দেখতে পেয়ে হাসান ফারাজীকে তাৎক্ষণিক উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মোজাম্মেল হক গণমাধ্যমকে জানান, গত রাতে খানজাহান আলী থানার যোগীপোল ৭ নম্বর ওয়ার্ডে নির্বাচনী ক্যাম্পে রোস্টার ভিত্তিতে দায়িত্ব পালনকারী ব্যক্তি (হাসান ফারাজী) যখন আসছিলেন তখন পথিমধ্যে ৩-৪ জন যুবক তার জ্যাকেটে আগুন ধরিয়ে দেয়। এতে তার জ্যাকেটটি আংশিক পুড়ে যায় এবং তিনি আহত হন। তবে তিনি এখন শঙ্কামুক্ত। ‌‘আমরা ইতোমধ্যে নাশকতাকারীদের নাম পেয়েছি। যারা ভোট বর্জন করেছে, তারাই এই নাশকতার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী মামলা হবে’, বলে জানান তিনি।

Share.