গিভ ইউর হান্ড্রেড পারসেন্ট, জাতীয় দলকে সালাউদ্দিন

0

স্পোর্টস ডেস্ক: নেপালের বিরুদ্ধে দুটি প্রীতি ম্যাচকে সামনে রেখে পুরোদমে অনুশীলন করছে বাংলাদেশ দল। বঙ্গবন্ধু স্টেডিয়ামে জাতীয় দলের প্রস্তুতি দেখতে হাজির হয়েছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মো. সালাউদ্দিন। শনিবার দেড় ঘণ্টা ঘাম ঝড়িয়েছে লাল-সবুজরা। অনুশীলনের ফাঁকে ফেডারেশন সভাপতির সঙ্গে কথা বলেন জেমি ডে’র শিষ্যরা। এর পর গণমাধ্যমের মুখোমুখি হন কাজী সালাউদ্দিন। ‘আমরা মাঠে এসেছি ফুটবল শুরু করার জন্য। করোনাভাইরাসের কারণে ফুটবলটা বন্ধ ছিল। আমরা অনুশীলন দেখতে এসেছি। কীভাবে শুরু করছি সেটাই দেখতে এসেছি।’ বলেন বাফুফে সভাপতি। খেলোয়াড়দের কী বার্তা দিলেন? এমন প্রশ্নের জবাবে সালাউদ্দিন বলেন, ‘খুব সহজ। গিভ ইউর হান্ড্রেড পারসেন্ট। আপনার হান্ড্রেড পারসেন্ট দিন।’ এদিন উপস্থিত ছিলেন বাফুফের সহ-সভাপতি ও ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। তিনি বলেন, ‘আপনারা সবাই জানেন, ১৩ ও ১৭ তারিখ নেপালের বিপক্ষে ম্যাচ রয়েছে। নেপাল দল এসে গেছে। বাংলাদেশ দল দুই সপ্তাহ ধরে অনুশীলন করছে। কোচ, গোলরক্ষক কোচ, ফিজিও সবাই যোগ দিয়েছেন।’ সরকারের অনুমতি সাপেক্ষে ফুটবলের কার্যক্রম শুরু হচ্ছে উল্লেখ করে কাজী নাবিল বলেন, ‘নির্বাচনের পর করোনা অতিমারির মধ্যে ফুটবলকে মাঠে নিয়ে আসার জন্য কাজ করছি।’  মূলত মাঠে ফুটবল ফেরানোটাই তাদের প্রাধান্য বলে যোগ করেন তিনি। ‘খেলায় হার-জিত সবই আছে। খেলা শুরু করার পর মাঠে নিজেদের সেরাটা দিতে চাই। আমাদের মূল লক্ষ্য হচ্ছে মাঠে খেলোয়াড়, ক্লাব, দর্শক, সংগঠক, সাংবাদিকসহ সবাইকে নিয়ে আসা।’   ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান বলেন, ‘দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি, যাতে আমাদের ফল আশানুরূপ হয়। আমার বিশ্বাস এরপর আমরা ফুটবলের আরও বিভিন্ন ইভেন্ট করতে পারবো।’

Share.