গীতিকার জাভেদ আখতারের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে মুম্বাই পুলিশ

0

বিনোদন ডেস্ক: গীতিকার জাভেদ আখতারের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে মুম্বাই পুলিশ।তিনি সম্প্রতি এক সাক্ষাতকারে বলেছিলেন, আরএসএস-এর সমর্থনকারী মানুষদের মানসিকতাও তালেবানের মতো। যারা আরএসএসকে সমর্থন করে তাদের নিজেদের তদন্ত করা উচিত। তিনি আরও বলেন, যে সংগঠনটিকে আপনারা সমর্থন করছেন তার এবং তালেবানদের মধ্যে কোনো পার্থক্য নেই। তারা লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে এবং তাদের ভিত্তিও শক্তিশালী হচ্ছে। জাভেদ আখতার এও বলেন, তালিবান যেমন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, তেমন আর একদল মানুষ হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাচ্ছে। এদের মানসিকতা একরকম। সে তারা মুসলিম, খ্রিস্টান, ইহুদি বা হিন্দু যা-ই হোক না কেন। তিনি আরও বলেন, তালিবান বর্বর। ওদের কার্যকলাপ নিন্দনীয়। কিন্তু যারা আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলকে সমর্থন করেন, তাদের মানসিকতাও কিছু ভিন্ন নয়। এ সময়ে মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক ও মুখপাত্র রাম কদম বলেন, জাভেদ আখতার ক্ষমা না চাওয়া পর্যন্ত দেশে তার ফিল্ম চলতে দেওয়া হবে না।জাভেদ আখতারের বিরুদ্ধে আইনজীবী সন্তোষ দুবে মুলান্ড থানায় এফআইআর দায়ের করেছেন। এই এফআইআরটি ভারতীয় দণ্ডবিধির ৫০০ ধারায় নিবন্ধিত হয়েছে। আইনজীবী সন্তোষ দুবে বলেন, জাভেদ আখতার যে ধরনের বিবৃতি দিয়েছেন তা ভারতীয় দণ্ডবিধির ৪৯৯ ও ৫০০ ধারায় অপরাধ।

Share.