সোমবার, জানুয়ারী ২৭

গুচির কলঙ্কিত স্ত্রী হবেন লেডি গাগা

0

বিনোদন ডেস্ক: গুচি ব্র্যান্ডের জনপ্রিয়তা দুনিয়াজোড়া। ‘গুচি’ ইতালিয়ান ফ্যাশন ব্যবসায়ী মরিৎসিও গুচির নামের শেষাংশ। ১৯৯৫ সালে মিলানে খুন হন। নির্মম এই ঘটনার পরিকল্পনায় জড়িত থাকায় তার স্ত্রী পাতরিৎজিয়া রেজ্জিয়ানির সাজা হয়। ইতালিতে দেড়যুগ জেলে খেটে ২০১৬ সালে মুক্তি পান তিনি। গুচি পরিবারের এই অধ্যায় উঠে আসছে হলিউডের নতুন একটি চলচ্চিত্রে। এতে পাতরিৎজিয়া রেজ্জিয়ানির ভূমিকায় অভিনয় করবেন আমেরিকান তারকা লেডি গাগা। প্রযোজনার পাশাপাশি পরিচালকের আসনে থাকবেন রিডলি স্কট। তবে এর নাম চূড়ান্ত হয়নি। আমেরিকান সংবাদমাধ্যম ভ্যারাইটি, হলিউড রিপোর্টার ও ডেডলাইন এসব তথ্য জানিয়েছে। গুচির হত্যা ও এর সঙ্গে তার স্ত্রীর জড়িয়ে থাকার রহস্য ইতালীয় অভিজাত শ্রেণির ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত অপরাধগুলোর অন্যতম মনে করা হয়। রেজ্জিয়ানি পেয়েছেন ‘ব্ল্যাক উইডো’ তথা কলঙ্কিত বিধবার খেতাব। গত বছর ব্র্যাডলি কুপার পরিচালিত ‘অ্যা স্টার ইজ বর্ন’ ছবিতে গায়িকা চরিত্রে দারুণ অভিনয় করেন লেডি গাগা। এর সুবাদে অস্কারে সেরা অভিনেত্রী মনোনয়ন জোটে তার কপালে। এই বিভাগে পুরস্কার না জিতলেও ছবিটির জন্য তার গাওয়া ‘শ্যালো’ মৌলিক গান বিভাগে সেরা হয়। ফলে অস্কারের সোনালি ট্রফি ঠিকই পেয়েছেন তিনি। ‘অ্যা স্টার ইজ বর্ন’ ছবির মাধ্যমে অভিনেত্রী হিসেবে পায়ের তলার মাটি শক্ত করে ফেলেছেন লেডি গাগা। এবার গুচির স্ত্রী হিসেবে ফের ক্যামেরার সামনে দাঁড়াতে যাচ্ছে তিনি। যদিও নতুন ছবির ব্যাপারে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানাননি ৩৩ বছর বয়সী এই গায়িকা-অভিনেত্রী।

 

 

 

সূত্র: রয়টার্স

Share.