ঢাকা অফিস: ঢাকা-১৭ আসনের উপনির্বাচন উপলক্ষ্যে আজ থেকে যান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ ছাড়া রোববার মধ্যরাত থেকে বাসসহ অন্যান্য যান্ত্রিক যান চলাচল নিষিদ্ধ। আজ সোমবার ঢাকা-১৭ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উপনির্বাচনকে কেন্দ্র করে যান চলাচলের নির্দেশনা বাস্তবায়নে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রতিটি সড়কে ঢোকার মুখে বসানো হয়েছে পুলিশি তল্লাশি। অনুমোদিত গাড়ি ছাড়া সব ধরনের যানবাহন ঘুরিয়ে দেওয়া হচ্ছে। রাজধানীর বনানী, চেয়ারম্যান বাড়ি, মহাখালী, ভাষানটেক, গুলশান এলাকা ঘুরে দেখা গেছে, ঢোকার মুখে প্রতিটি সড়কে চেকপোস্ট বসিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দায়িত্বরত ট্রাফিক সদস্যরা প্রতিটি গাড়ির গন্তব্য জানতে চাইছেন। যাদের বৈধ কার্ড, বৈধ স্টিকার রয়েছে সেসব গাড়ি ঢুকতে দেওয়া হচ্ছে। তবে মোটরসাইকেল ও সিএনজি ঢুকতে দেওয়া হচ্ছে না। বনানী এলাকায় দায়িত্বপ্রাপ্ত এক ট্রাফিক কর্মকর্তা বলেন, নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিতের ধারাবাহিকতায় নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করছি। গুলশান, বনানী ও মহাখালী এলাকায় ঢোকার মুখ বন্ধ থাকায় এর প্রভাব পড়েছে প্রধান সড়কে। রাজধানীতে ঢোকার মুখে এবং বের হয়ে যাওয়ার সময় দীর্ঘ গাড়ির জট দেখা গেছে। এছাড়া বনানী থেকে গুলশান চলাচল করা ঢাকা চাকা গণপরিবহন সার্ভিসটি বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে মিরপুর ১০ নম্বর থেকে সৈনিক ক্লাব পর্যন্ত গণপরিবহন চলাচল।
গুলশান-বনানী এলাকায় যান চলাচল বন্ধ
0
Share.