গুহার মধ্যে রেস্তোরাঁ!

0

ডেস্ক রিপোর্ট: জীবনের নিরাপত্তার জন্য আদিম যুগে গুহার মধ্যে মানুষ বসবাস করলেও আধুনিক যুগে আবারও ফিরে এসেছে সেই গুহার কাল। তবে এবার বসবাসের জন্য নয় ক্ষণিকের জন্য গুহামানব হয়ে যেতেই পারেন আপনিও। আর সেই সুযোগ করে দিয়েছে মেক্সিকোর গুহা-রেস্তোরাঁ। বিশালাকার প্রাকৃতিক গুহা জুড়ে থাকা এই রেস্তোরাঁর নাম লা গ্রুটা। পাথরের সিঁড়ি বেয়ে প্রবেশ করতে হয় এই রেস্তরাঁয়। মেক্সিকোর সান জুয়ান টিওটিহুয়াকানে এ রেস্তোরাঁর অবস্থান।প্রচলিত আছেটিওটিহুয়াকান এমন একটি জায়গা যেখানে মানুষ ঈশ্বরে রূপান্তরিত হত। এই অঞ্চল বরাবরই পর্যটকদের আকর্ষণ করে। প্রতি বছর হাজার হাজার মানুষ এখানে ভিড় জমান। সান পিরামিড ঘুরে দেখার পর ক্লান্ত শরীর তাজা করার এক আকর্ষণীয় জায়গা হলো এই গুহা রেস্তোরাঁ।প্রাকৃতিক গুহার মধ্যে বসে আধুনিক এবং সুস্বাদু মেক্সিকান খাবার উপভোগ করার আনন্দ নিতে পারেন পর্যটকেরা।বিশেষজ্ঞদের মতে, এক সময় এই অঞ্চলে সক্রিয় আগ্নেয়গিরি ছিল। অগ্নুৎপাতের ফলেই পাহাড়ি জায়গায় এই গুহা তৈরি হয়েছিল।চেয়ার, টেবিল দিয়ে এবং মানানসই আসবাবপত্র দিয়ে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে এই গুহা-রেস্তোরাঁ। এছাড়া রয়েছে রং বে-রংয়ের আলো। একসঙ্গে ৭০০ জন বসে খেতে পারবে এই রেস্তোরায়।

Share.