গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে মিয়ানমার, ফের বাংলাদেশে শরণার্থী আসার আশঙ্কা

0

ডেস্ক রিপোর্ট: মিয়ানমারের আকাশে গৃহযুদ্ধের মেঘ জমেছে। তাই স্বাভাবিকভাবেই বাংলাদেশের আতঙ্কিত হওয়া উচিত বলে মনে করছেন নিরাপত্তা এবং আন্তর্জাতিক বিশ্লেষকরা। কারণ এমন পরিস্থিতিতে আবারও মিয়ানমার থেকে বাংলাদেশে শরণার্থীদের ঢল নামতে পারে। এর ফলে বাড়তে পারে মানবপাচারের ঘটনাও।তারা বলছেন, মিয়ানমারে যদি পুরো মাত্রায় দ্বন্দ্ব শুরু হয় সেক্ষেত্রে সশস্ত্র ব্যক্তিরা বাংলাদেশে ঢুকে যেতে পারে। এর ফলে রোহিঙ্গাদের প্রত্যাবাসন এবং আঞ্চলিক কানেক্টিভিও হুমকির মুখে পড়তে পারে। গত ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে উৎখাতের পর এমন পরিস্থিতি তৈরি হয়েছে।পরবর্তীতে সামরিক সরকারের বিরোধিতা করে ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) এমপি এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা মিলে জাতীয় ঐক্যমত্যের সরকার গঠন করে। এই সরকারকে প্রেসিডেন্ট করা উইন মিন্টকে আর স্টেট কাউন্সিলর হিসেবে দায়িত্ব দেয়া হয় সু চিকে।এই ছায়া সরকার আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার চেষ্টা করছে। দেশের ভেতরেও গণতন্ত্রপন্থী গোষ্ঠীগুলো এক করার চেষ্টা করছে। এমনকি তারা পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ) নামে সশস্ত্র শাখাও তৈরি করেছে। তবে গত ৮ মে পিডিএফ’কে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে মিয়ানমারের জান্তা সরকার।স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, মিয়ানমারের বিভিন্ন অংশে বিক্ষিপ্তভাবে হামলার ঘটনা ঘটছে। সবশেষ গত ৫ জুন গ্রামবাসীর সঙ্গে লড়াইয়ে মিয়ানমার নিরাপত্তা বাহিনীর অন্তত ২০ জন নিহত হয়। জাতীয় ঐক্যমত্যের সরকারের মুখপাত্র ড. সাসা এক বিবৃতিতে জানিয়েছেন, মিয়ানমারের জনগণের সামনে আর কোনও পথ খোলা নেই।

Share.