গোপালগঞ্জে শ্বাশুড়ি ও তিন শিশুকে পুড়িয়ে মারার অপরাধে জামাইয়ের ফাঁসির আদেশ

0

বাংলাদেশ থেকে গোপালগঞ্জ প্রতিনিধি:  গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া গ্রামে শ্বাশুড়ি ও তিন শিশুকে পুড়িয়ে হত্যা-মামলায় জামাই আজাদ মোল্যাকে ফাঁসি ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। দীর্ঘ ৮ বছর ধরে মামলার বিচারিক কার্যক্রম শেষে বুধবার দুপুরে গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ আব্বাস উদ্দীন এ রায় ঘোষণা করেন মামলার বিবরণে জানা যায়, নিহত ফুরিয়া বেগমের বড় মেয়ে শরীফা বেগমের সঙ্গে স্বামী আজাদ মোল্যার পারিবারিক কলহ চলছিল। কলহের জের ধরে পূর্ব-পরিকল্পিতভাবে ২০১৪ সালের ১৭ এপ্রিল রাতে স্ত্রী শরীফা তার মায়ের বাড়িতে থাকাবস্থায় হত্যার উদ্দেশ্যে ওই বাড়ির দরজায় বাইরে থেকে শিকল দিয়ে বেড়ায় কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় স্বামী আজাদ মোল্যা। সে আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যান শ্বাশুড়ি ফুরিয়া বেগম ও তার নাতি আমিনুর (১৪) ও তামিম (৭) এবং নাতনী তনীমা (৪) মারা যায় গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তির পর। পরদিন ১৮ এপ্রিল সকালে মৃত ফুরিয়া বেগমের ছেলে সাইফুল গাজী এব্যাপারে থানায় একটি হত্যামামলা দায়ের করেন।দীর্ঘ বিচারিক পর্যালোচনা শেষে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আজাদ মোল্যাকে ফাঁসি ও ১০ হাজার টাকা জরিমানার আদেন দেন। রায় ঘোষণার সময় আসামী আজাদ মোল্যা আদালতে উপস্থিত ছিলে মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন এপিপি এ্যাডভোকেট সামসুন্নাহার এবং আসামিপক্ষে ছিলেন এ্যাডভোকেট মোঃ ফরহাদ মোল্যা।

 

 

 

 

 

 

Share.