সোমবার, জানুয়ারী ২০

গোপালপুর পৌর নির্বাচনে মেয়র পদে ছয় জন সহ মোট ৫৪ জনের মনোনয়নপত্র দাখিল

0

বাংলাদেশ থেকে লালপুর (নাটোর) প্রতিনিধি:আসন্ন নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভা নির্বাচনে রবিবার ছিল মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার হাসিব বিন সাহাব জানান, এ নির্বাচনে মেয়র পদে মোট ছয় জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন, এরমধ্যে চার জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। এছাড়াও নয়টি ওয়ার্ডে পুরুষ কাউন্সিলর পদে মোট ৩৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা পড়েছে এবং  তিনটি সংরক্ষিত মহিলা কাউন্সিলর এর বিপরীতে মোট ১২ জন প্রার্থীর মনোনয়ন পত্র জমা পড়েছে। পুরুষ কাউন্সিলর পদের মধ্যে ১ নং ওয়ার্ডে ৫ জন,২ নং ওয়ার্ডে ৫ জন,৩ নং ওয়ার্ডে ৬ জন,৪ নং ওয়ার্ডে ৫ জন, ৫ নং ওয়ার্ডে ৫ জন,৬নং ওয়ার্ডে ৩ জন, ৭ নং ওয়ার্ডে ১ জন,৮নং ওয়ার্ডে ৩ জন এবং ৯ নং ওয়ার্ডে ৩ জন। এদিকে তিনটি সংরক্ষিত মহিলা আসনের ১ নং ওয়ার্ডে ৩ জন,২ নং ওয়ার্ডে ৪ জন এবং ৩ নং ওয়ার্ডে ৫ জন। উল্লেখ্য পৌরসভায় মোট ভোটার ১৭ হাজার ৫৩৫ জন, এর মধ্যে পুরুষ ভোটার ৮৮৫৪ মধ্যে পুরুষ এবং ৮৮৮১ জন মহিলা

Share.