গোবিন্দগঞ্জ পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসাবে বঞ্চিত শহীদ পরিবারের সন্তান রাফি

0

বাংলাদেশ থেকে গাইবান্ধা জেলা প্রতিনিধি: বাবা মহান মুক্তিযুদ্ধে শহীদ হয়োছেন,যুদ্ধ চলাকালীন সময় ঠাকুরগাঁও জেলায় চাকুরী করা কালীন দেশের প্রতি দেশের মানুষের প্রতি দেশের স্বাধীনতার প্রতি অনড় অবস্থানে থাকায় পাক হানাদার বাহিনীর সদস্যরা তার বাবা মরহুম আঃ রহিম মন্ডল কে ১৯৭১ সালের ২১ এপ্রিল তারিখে নির্মম ভাবে হত্যা করে তার লাশ গুম করে। অনেক খুজেও তার মৃতদেহ খুজে পায়নি পরিবার।সেই শহীদ পরিবারের সন্তান এবং কট্টর পন্থি আওয়ামীলীগার যিনি দলের সকল কর্মকান্ডে অংশগ্রহন করে দলকে শক্তিশালী ও বেগবান করতে সক্রিয় ভুমিকা রেখে চলেছেন এবং গত পৌর নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে থাকার পরেও দলের হাইকমান্ডের নির্দেশ মেনে নিয়ে পৌরসভার ভোট থেকে সরে দাড়িয়েছিলেন। সেই মানুষ গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি জনবান্ধব নেতা মুকিতুর রহমান রাফির নাম আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীদের নামের তালিকায় নেই। গোবিন্দগঞ্জ পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসাবে বঞ্চিত হয়ে শহীদ পরিবারের এ সন্তান । এ বিষয়টি গোবিন্দগঞ্জের স্বাধীনতা কামী মানুষ সর্বস্তরের গোবিন্দগঞ্জ আওয়ামীলীগ পরিবারের সদস্য শুভাকাংঙ্খিদের বিবেক কে নাড়া দিয়েছে । দারুন ভাবে হতাশায় পরেছে। আওয়ামী ঘরোনা মানুষের মধ্যে। এমন অনৈতিক আওয়ামী রাজনীতি পরিচালনা চক্রের বিরুদ্ধে ধিক্কার জানিয়েছে সর্বস্তরের জনগণ। গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামীলীগের মাঝে অমানিষার অন্ধকারের মধ্যে রেখে নিজেদের স্বার্থ উদ্ধারে মরিয়া হয়ে পড়েছে একটি সুবিধাবাদি চক্র যারা নিজেদের সুবিধা আদায়ে দলের মধ্যে অন্তকোন্দল সৃষ্টি করে চলেছে গভীর ভাবে । এই চক্রের সাথে জড়িত ব্যক্তিরা আওয়ামী পরিবারের সুবিধাবাদী চক্র হিসাবে চিহিৃন্ত হয়েছে। এই চক্রে কুরাজনীতি অবসান করতে এখনি দলীয় হাইকমান্ডের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা প্রয়োজন । নইলে আওয়ামী পরিবারে সমৃদ্ধ সাজানো বাগান এসব সুবিধাবাদি ২ টাকার ছাগলের জন্য নষ্ট হয়ে যাবে। দলীয় হাই কমান্ডের প্রতিটি দায়িত্বশীল নেতৃবৃন্দ এর কাছে সরেজমিনে তদন্ত করে প্রয়োজনী ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে মনে করেন উপজেলা আওয়ামীলীগের সর্বস্তরের নেতাকর্মীরাসহ সচেতন মহল। যে মানুষটি জামাত বিএনপির বিরুদ্ধে দলের হয়ে নিজের প্রানের ভয় করেনি। যে মানুষটির পিতা দেশের জন্য দেশের স্বাধীনতার জন্য নিজের প্রান দিয়েছেন সেই শহীদ সূর্য সন্তানের পুত্র আজ গোবিন্দগঞ্জ আওয়ামী পরিবারে বঞ্চিত হওয়া দলের মধ্যে নানা গুঞ্জন ও আলোচনা সমালোচনা শুরু হয়েছে দল কে বিভক্ত করার চক্রান্তে লিপ্ত সুবিধাবাদী আওয়ামীলীগারদের বিরুদ্ধে আজ সাধারণ মানুষের পাশাপাশি আওয়ামী পরিবারের তৃণমুলের সর্বস্তরের নেতাকর্মীরা।

Share.