বৃহস্পতিবার, জানুয়ারী ২৩

গোলাপবাগ মাঠ মাঠের মাঝখান থেকে এক যুবকের মরদেহ উদ্ধার

0

ঢাকা অফিস: যাত্রাবাড়ীর গোলাপবাগ মাঠের মাঝখান থেকে মোঃ রনি (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার (১৭ মে ) সকালের দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। যাত্রাবাড়ী থানার পুলিশের উপ-পরিদর্শক (এস আই)মোঃ নাদিম মুনশি জানান, আমরা খবর পেয়ে যাত্রাবাড়ীর গোলাপবাগ মাঠের মাঝখান থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি জানান, নিহতের শরীরে কোথাও কোন দাগ নেই স্বাভাবিক নাক দিয়ে হালকা রক্ত বের হচ্ছে মুখে রক্ত যুক্ত ফেনা হয়েছে। আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি নিহত যুবক মাদকাসক্ত অতিরিক্ত মাদক সেবনের কারণে তার মৃত্যু হয়েছে বলে আমাদের ধারণা। তবুও ময়নাতন্ত্রের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহতের গ্রামের বাড়ি, নোয়াখালী জেলার মাইজদী থানার রামকৃষ্ণপুর গ্রামের মৃত আবু তাহেরের সন্তান। বর্তমানে মানিকনগর মেহেরজান লেন বাবু ডাক্তার গলি এলাকায় থাকতেন।

Share.