মঙ্গলবার, ডিসেম্বর ২৪

গ্যাস সংকট সমাধান রাতারাতি সম্ভব নয় : জনেন্দ্র নাথ সরকার

0

ঢাকা অফিস: গ্যাসের সংকট রাতারাতি সমাধান সম্ভব নয় বলে জানিয়েছেন পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার। তবে শিল্পে গ্যাস সরবরাহ ঠিক রাখতে যথাসাধ্য চেষ্টা করছে পেট্রোবাংলা। বুধবার রাজধানীর কারওয়ান বাজারে পেট্রোবাংলা কার্যালয়ে জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে সেবা গ্রহীতাদের অংশগ্রহণে আয়োজিত গণশুনানিতে এসব কথা বলেন তিনি। এসময় তিতাস গ্যাসের পক্ষ থেকে জানানো হয়, মুন্সিগঞ্জের গজারিয়ায় গ্যাসের ১৫শ ৭২টি বৈধ সংযোগের বিপরীতে অবৈধ সংযোগ রয়েছে ১১ হাজারের বেশি। ওই অঞ্চলে গ্যাসের সিস্টেম লস ৪২ শতাংশ। শুনানিতে গ্যাস সংকট ও সেবার মান নিয়ে নানা অভিযোগ তুলে ধরেন পেট্রোবাংলা গ্রাহকরা।

Share.