সোমবার, ডিসেম্বর ২৩

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ কাঠমিস্ত্রির মৃত্যু

0

ঢাকা অফিস: গাজীপুরের কালিয়াকৈর ষ্টপ স্টার এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ মোঃ মুনসুর (৪৫)নামে শেখ হাসিনা জাতীয় বর্ণের পোস্ট অপারেটিভে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃত্যুর সংখ্যা দুইজনে দাঁড়ালো। বুধবার (১৩ মার্চ) সন্ধ্যার দিকে এই আগুনে ঘটনাটি ঘটে। শনিবার (১৬ মার্চ) সকাল পৌনে নয়টার দিকে শেখ হাসিনার জাতীয় বার্নের পোস্ট অপারেটিভে চিকিৎসাধীন অবস্থায় মুনসুরের মৃত্যু হয়। শেখ হাসিনা জাতীয় বার্ন ওপ্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা.মো তরিকুল ইসলাম জানান,গাজীপুর এলাকা থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় পোস্ট অপারেটিভে মোঃ মুনসুর নামে আরো একজনের মৃত্যু হয়েছে তার শরীরে ১০০ শতাংশ দগ্ধ ছিল। এই নিয়ে মৃত্যুর সংখ্যা দুইজনে দাঁড়ালো বাকি সবাই বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রয়েছে তাদের মধ্যে ২১ জনের অবস্থায় অসংখ্য আশংকাজনক, তাদের ১৫ শতাংশ থেকে শুরু করে ৯৫ শতাংশ পর্যন্ত দগ্ধ রয়েছে । নিহত মুনসুরের ভাই জানান, আমার ভাই কাঠমিস্ত্রির কাজ করত সে গাজীপুর এলাকায় একা একা থাকতেন। আমাদের গ্রামের বাড়ি, বগুড়া জেলা শিবগঞ্জ থানার সালদাহ গ্রামের আফসার আলীর আকন্দে সন্তান।আমার ভাই দুই মেয়ের জনক ছিলেন আমরা চার ভাই এক বোন সে ছিল তৃতীয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ শেখ হাসিনা জাতীয় বার্নের মর্গে রাখা হয়েছে।বিষয়টি শাহবাগ থানাকে অবগত করা হয়েছে।

Share.