গ্রিসে দুটি ট্রেনের সংঘর্ষে ৫৭ জন প্রাণ প্রাণহানির ঘটনায় ক্ষমা চেয়েছেন প্রধানমন্ত্রী

0

ডেস্ক রিপোর্ট: গেল মাসের ২৮ তারিখে গ্রিসে দুটি ট্রেনের মধ্যে ভয়াবহ সংঘর্ষে ৫৭ জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় নিহতদের পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বার্তায় তিনি লিখেন, ২০২৩ সালে দাঁড়িয়ে গ্রিসে দুটি ট্রেন এক লাইনে চলতে পারে না। যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের সংঘর্ষে, এতগুলো মানুষের প্রাণ হারানোয় মেনে নিতে পারছে না দেশটির বহু মানুষ। এরজন্য সরকারের অব্যবস্থাপনাকে দায়ী করছে ক্ষুব্ধ জনগণ।

Share.