গ্রিসে সংখ্যাগরিষ্ঠতা পেল রক্ষণশীল দল

0

ডেস্ক রিপোর্ট: গ্রিসে দুই মাসের মধ্যে দ্বিতীয়বার জিতলেন প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোতাকিস। আর এবার জয় পেলেন পার্লামেন্টে নিরাপদ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে। দেশটিতে রবিবার পার্লামেন্টের ভোট হয়। এরপর ৯৫ শতাংশ ব্যালট গণনা হয়ে গেছে। মিৎসোতাকিসের নেতৃত্বে রক্ষণশীল নিউ ডেমোক্র্যাটিক পার্টি দাবি করেছে, তারা ৪০ দশমিক পাঁচ শতাংশ ভোট পেয়েছে। সরকার গঠন করা নিয়ে আর কোনো অনিশ্চয়তা নেই। মিৎসোতাকিস জানিয়েছেন, ‘এরপর সংস্কার কর্মসূচি রূপায়ণে কোনো বাধা থাকল না। অন্য কোনো দলের মুখাপেক্ষি হয়ে থাকতে হবে না। মানুষ আমাদের নিরাপদ সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে।’ দলের সদর দপ্তরের বাইরে সমর্থকদের মিৎসোতাকিস বলেছেন, এবার দ্রুত আর্থিক বৃদ্ধি হবে। ম্যাকেঞ্জির সাবেক পরামর্শদাতা ৫৫ বছর বয়সী এই নেতার দাবি, ‘সকলের পারিশ্রমিক বাড়বে।’ এখন যা অবস্থা তাতে ৩০০ সদস্যের পার্লামেন্টে মিৎসোতাকিসের দল পাবে ১৫৭টি আসন। গ্রিসের আইন অনুসারে, পরপর নির্বাচন হলে সংখ্যাগরিষ্ঠ দল ৫০টি আসন বেশি পাবে। মাস দু’য়েক আগের নির্বাচনে মিৎসোতাকিস সংখ্যাগরিষ্ঠতা থেকে পাঁচটি আসন কম পেয়েছিলেন। 

Share.