বৃহস্পতিবার, জানুয়ারী ২৩

গ্রিসে সড়ক দুর্ঘটনায় হবিগঞ্জের শাবান নিহত

0

ডেস্ক রিপোর্ট: গ্রিসে সড়ক দুর্ঘটনায় হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মো. শাবান মিয়া নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শনিবার বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত মো. শাবান মিয়া (৪০) জেলার বানিয়াচং উপজেলার ২ নম্বর উত্তরপশ্চিম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চৌধুরীপাড়ার মৃত তুরাব উল্লাহর ছেলে। নিহত শাবানের বড়ভাই আলফু মিয়া জানান, আজ দুপুরের দিকে গ্রিসের একটি আবাসিক এলাকা থেকে কর্মস্থলে যাওয়ার জন্য রাস্তার পাশে ফুটপাতে দাঁড়িয়ে ছিলেন শাবান মিয়া। এ সময় একটি প্রাইভেট কার তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। তাঁর মৃত্যুর খবরে পরিবারসহ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। বাংলাদেশে তাঁর স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।

Share.