বুধবার, জানুয়ারী ২২

গ্রেটা থুনবার্গের বিরুদ্ধে দিল্লি পুলিশের মামলা

0

ডেস্ক রিপোর্ট: পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ভারতের দিল্লি পুলিশ। সম্প্রতি গ্রেটা ভারতের কৃষক আন্দোলন নিয়ে সরব হয়েছিলেন। সেই সূত্র ধরেই তার নামে মামলা দায়ের করল ভারতীয় পুলিশ।ইন্ডিয়া টিভি এক প্রতিবেদনে জানায়, সংবাদমাধ্যমের হাতে আসা প্রাথমিক তথ্যের ভিত্তিতে জানা গেছে, ভারতীয় আইটি অ্যাক্টের ১২০বি ও ১৫৩এ-এর অধীনে মামলাটি করা হয়েছে। মামলাটির ব্যাপারে দিল্লি পুলিশ একটি সংবাদ সম্মেলন করবে বলেও জানা গেছে।গত মঙ্গলবার রাতে নিজের টুইটার হ্যান্ডল থেকে গ্রেটা ভারতের কৃষক আন্দোলন সম্পর্কিত একটি খবরের লিঙ্ক শেয়ার করেন। সিএনএনের সেই লিঙ্ক শেয়ার করে ভারতে আন্দোলনরত কৃষকদের পাশে থাকার বার্তা দেন তিনি।এর জেরেই বিতর্ক শুরু হয়। পরে এই টুইটটি ডিলিট করে দেন গ্রেটা। সেই নথির অ্যাকসেসও সরিয়ে নেওয়া হয়। গ্রেটার আগে ওই একই লিঙ্ক শেয়ার করে কৃষকদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছিলেন আমেরিকার পপস্টার রিহানা। মঙ্গলবার রিহানা কৃষক বিক্ষোভের ওই লিঙ্ক শেয়ার করে লেখেন, ‘কেন আমরা এই বিষয় নিয়ে কথা বলছি না?’

Share.