বাংলাদেশ থেকে নেত্রকোনা প্রতিনিধি: আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের খালাসের রায়ে নেত্রকোনার হাওরাঞ্চল খালিয়াজুরী উপজেলায় আনন্দ-উল্লাস করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আজ রোববার (১ ডিসেম্বর) আদালতের রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সকল আসামির খালাস ঘোষণার পর পরই খালিয়াজুরীতে আনন্দ মিছিল বের হয়। মিছিলটি খালিয়াজুরী উপজেলার ১নং মেন্দিপুর ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান চৌধুরীর নেতৃত্বে শুরু হয়। এটি নূরপুর বোয়ালী, ইছাপুরসহ ইউনিয়নের বিভিন্ন গ্রাম প্রদক্ষিণ করে জিয়াখড়া বাজারে এসে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে অবৈধ সরকারের রোষানলে পড়ে আমাদের প্রিয় নেতা লুৎফুজ্জামান বাবর মিথ্যা মামলায় আটক ছিলেন। আজ আদালতের রায়ে প্রমাণ হয়েছে, সত্য কখনো আড়াল করা যায় না। বাবর ভাইয়ের খালাসে খালিয়াজুরী, মদন, মোহনগঞ্জসহ সারা দেশের মানুষ আনন্দিত।” তারা আরও বলেন, “দেশের জনগণ ফ্যাসিবাদী রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে। জাতীয় ঐক্যের ভিত্তিতে আমরা দেশের গণতন্ত্র রক্ষায় সবসময় প্রস্তুত। যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তাদের জন্য এই রায় একটি কঠিন বার্তা।” সমাবেশ শেষে নেতা-কর্মীরা স্থানীয়দের মধ্যে মিষ্টি বিতরণ করেন। এ সময় খালিয়াজুরী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী হাসান চৌধুরী পিন্টু, খায়সার রহমান, আহ্বায়ক কমিটির সদস্য শহিদুল ইসলাম, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফাহিম হোসেন সুমন, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন চৌধুরী হিরণ, যুবদল ও ইউনিয়ন বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
গ্রেনেড হামলা মামলায় বাবরের খালাস, আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
0
Share.