ঢাকা অফিস: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সাবেক সভাপতি ও নওগাঁ-২ আসনের সাবেক সংসদ সদস্য শহীদুজ্জামান সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার রাতে রাজধানী উত্তরার একটি অ্যাপার্টমেন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে চাঁদাবাজি, হত্যাচেষ্টা, হয়রানি ও হুমকির অভিযোগে নওগাঁয় মামলা রয়েছে। হাসিনা সরকারের পতনের পর ২০ আগস্ট নওগাঁয় শহীদুজ্জামান সরকারসহ পাঁচজনের বিরুদ্ধে চাঁদাবাজি, হত্যাচেষ্টা, হয়রানি ও হুমকির অভিযোগে মামলা দায়ের করা হয়। মামলাটি করেন পত্নীতলা উপজেলার নজিপুর পৌরসভার হরিরামপুর দক্ষিণপাড়ার বাসিন্দা শামসুল হক নামের এক ব্যক্তি। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। উল্লেখ্য, ১৯৯১ সাল থেকে ২০২৪ পর্যন্ত, মোট সাতবার নওগাঁ-২ আসনে নৌকার প্রার্থী হিসেবে নির্বাচন করেন। সংসদ সদস্য হন ৫ বার। একাদশ সংসদে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতিও ছিলেন তিনি।
গ্রেপ্তার নওগাঁ-২ আসনের সাবেক সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার
0
Share.