ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ

0

ঢাকা অফিস: ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরিসহ সব নৌযান চলাচল বন্ধ রয়েছে। এতে ঘাট এলাকায় আটকা পড়েছে চার শতাধিক ছোট-বড় যানবাহন। আর এতে দুর্ভোগে পড়েছেন দক্ষিণ-পশ্চিম আঞ্চলের শত শত যাত্রী ও যানবাহনের শ্রমিকরা। রোববার (৬ ডিসেম্বর) ঘাট কর্তৃপক্ষ জানায়, মধ্যরাত থেকেই কুয়াশার কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। পরে সকাল ৬টার দিকে কুয়াশার মাত্রা তীব্র আকার ধারণ করলে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে মাঝ নদীতে আটকা পড়ে ছোট-বড় ৪টি ফেরি। দুপাশে পারের অপেক্ষায় রয়েছে চার শতাধিক ছোট বড় যানবাহন। নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয় বলে জানায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।  বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাট পয়েন্টের বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল বলেন, নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে বলেও জানান তিনি। শাকিব নামের এক ট্রাকচালক জানান, খুলনায় তেল নিয়ে যাচ্ছি কিন্তু কুয়াশার কারণে ফেরি বন্ধ থাকায় পার হতে খুব সমস্যা হচ্ছে। জরিনা নামের বাসের এক যাত্রী জানান, চিকিৎসার জন্য ফরিদপুর যাব, কুয়াশায় ফেরি চলাচল বন্ধ থাকায় সময়মতো যেতে পারব না।

Share.