ঘরে যাবেন না কবরে যাবেন সিদ্ধান্ত আপনার: বিদায়ী র‍্যাব ডিজি

0

ঢাকা অফিস: ঘরে না কবরে থাকবেন সিদ্ধান্ত আপনার- মন্তব্য করে র‍্যাবের বিদায়ী মহাপরিচালক (ডিজি) ও পুলিশের সদ্য নিয়োগ পাওয়া আইজি বেনজীর আহমেদ বলেছেন, শারীরিক দূরত্ব বজায় রাখা নাগরিক দায়িত্ব।এনফোর্সমেন্টের মাধ্যমে বল প্রয়োগের চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে নিজেকে, পরিবারকে ও দেশকে রক্ষার স্বার্থে শারীরিক দূরত্ব নিশ্চিত করা। সরকারের পক্ষ থেকে বারবার শারীরিক দূরত্ব বজায় রাখার কথা বলা সত্ত্বেও অনেকেই তা লঙ্ঘন করছেন। এখন আপনি ঘরে থাকবেন নাকি কবরে যাবেন এই সিদ্ধান্তটা আপনার। আজ সোমবার দুপুরে র‍্যাব মহাপরিচালক হিসেবে গণমাধ্যমকর্মীদের সঙ্গে শেষ সংবাদ ব্রিফিংয়ে (ভার্চুয়াল) এ কথা বলেন তিনি।বিদায়ী র‍্যাব মহাপরিচালক বলেন, সবাই ঘরে থাকবেন আর কেউ কেউ বাইরে থাকবেন এটা হতে দেয়া হবে না। ন্যূনতম প্রয়োজনে বাইরে যাওয়া, আড্ডা দেওয়া, অনর্থক ঘোরাঘুরি থেকে সবাইকে নিবৃত হওয়ার অনুরোধ জানান তিনি। র‍্যাব মহাপরিচালক বলেন, গ্লোবাল ফোবিয়া করোনা মহামারী হুমকি ধনী-গরিব সবার জন্য সমান। তাই সর্ব সাধারণের জন্য অনুরোধ থাকবে এই ক্রাইসিসের মধ্যে নিজের কথা ভাবুন, দেশের কথা ভাবুন, পরিবারের কথা ভাবুন, শারীরিক দূরত্ব বজায় রাখুন। এই দায়িত্ব কেবল একার নয়, সবার। বেনজীর বলেন, আগামীকাল বাংলা নববর্ষ। এবারের নববর্ষের মেজাজ একেবারেই ভিন্ন। করোনারি ক্রাইসিস মুহূর্তে আমি সবাইকে নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং সামাজিক তথা শারীরিক দূরত্ব বজায় রাখতে অনুরোধ করছি।

Share.