বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬

ঘর থেকে আপাতত বের না হওয়াই মঙ্গল আমাদের জন্য: মৌসুমী

0

বিনোদন ডেস্ক: পৃথিবী লড়ে যাচ্ছে করোনাভাইরাসের সঙ্গে। এর ফলে সব কিছুই স্থবির হয়ে গেছে৷ সব ধরনের কাজ হয়ে গেছে বন্ধ। কারণ ঘরবন্দি থাকতে হচ্ছে মানুষকে। গত এক মাসেরও বেশি সময় অন্য সবার মতো ঘরবন্দি জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। বাসায় থেকে সবাইকে করোনা বিষয়ে সচেতনও করছেন তিনি। এ অভিনেত্রী বলেন, একমাস হলো আমরা ঘরে বন্দি। আমাদের সব কাজই তো থেমে আছে। কত ক্ষমতা ভাইরাসটির এটি নিয়েই এখন বেশি ভাবছি। অনিশ্চিত একটি পরিস্থিতি তৈরি হয়েছে। মৌসুমী আরো বলেন, করোনাভাইরাস এতোটা যে ভয়ংকর হয়ে আসবে বুঝতে পারিনি। প্রধানমন্ত্রীর বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত ছিলো দ্রুত লকডাউন জারি করা, যার ফলে এখনও আমাদের দেশে ভাইরাসটি অতোটা আক্রমণ করতে পারেনি। সরকার নিজের দায়িত্ব পালন করছে। এখন আমাদের দায়িত্বও পালন করা উচিত। না হলে ভয়ংকর পরিস্থিতির সম্মুখীন হতে হবে আমাদের। ঘর থেকে আপাতত বের না হওয়াই মঙ্গল আমাদের জন্য। কারণ এর বিকল্প নেই। সবাইকে অনুরোধ করবো ঘরে থাকার জন্য। আমি নিজেও ঘরে থাকছি। ঘরের বিভিন্ন কাজে নিজেকে ব্যস্ত রাখছি। পরিবারকে সময় দিচ্ছি। আল্লাহুর কাছে দোয়া করছি যেন দ্রুত এই অবস্থার অবসান হয়। এদিকে করোনাভাইরাসের সঙ্গে লড়াইয়ে সম্মুখ যোদ্ধাদের অন্যতম চিকিৎসক। দায়িত্ব পালন করতে গিয়ে এরই মধ্যে অনেকেই হয়েছেন আক্রান্ত, না ফেরার দেশে পাড়ি দিয়েছেন চিকিৎসক মঈন উদ্দিন। ভয় নয়, করোনাকে করতে হবে জয়। আর এক্ষেত্রে চিকিৎসকদেরই অগ্রণী ভূমিকা রাখতে হবে বলে মনে করেন মৌসুমী। তিনি বলেন, ভালোর বিপরীতে যেমন আছে মন্দ তেমনি বর্তমান বাস্তবতায় অনেক চিকিৎসক নিজেদের দূরে রেখেছেন সেবা দান থেকে। আর তাই হাত জোড় করে মানুষের সেবায় চিকিৎসকদের এগিয়ে আসার অনুরোধ জানাই। আমার বিশ্বাস, সবার সম্মিলিত প্রচেষ্টায় বিশ্বজুড়ে থামবে করোনার এই আধিপত্য। তখন আবারও একসাথে হাসবে পুরো পৃথিবী। তবে এই কঠিন সময়ে নিম্ন আয়ের মানুষেরা সব থেকে বিপাকে পরেছেন। তাদের আয় নেই। ঘরে খাবার নেই। তাই যার যার সামর্থ্য অনুযায়ী এসব মানুষের পাশে দাঁড়াতে হবে।

Share.