বিএনপির ত্রাণ পেলো ৬ শতাধিক পরিবার

0

ঢাকা অফিস: সারা বিশ্বব্যাপী নোভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণে গৃহবন্দি হয়ে যাওয়া হতদরিদ্র অসহায় দিনমজুর, বিভিন্ন শ্রমিক সংগঠনের শ্রমিক ও খেটে খাওয়া কর্মহীন ৬ শতাধিক পরিবারের মাঝে ঘাটাইল উপজেলা বিএনপির উদ্যোগে সামাজিক দুরত্ব বজায় রেখে  খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। তারেক রহমানের নির্দেশে তরুন সমাজ সেবক ও রাজনীতিবিদ মোহাম্মদ শামীম মিয়ার ব্যক্তিগত অর্থায়নে ১নং দেউলাবাড়ি ইউনিয়নের ৩০ টি ও ২নং ঘাটাইল ইউনিয়নের ১৯ টি গ্রামের দরিদ্র মানুষের মাঝে দিনব্যাপী এই খাদ্য সহায়তা প্রদান করা হয়। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল দশ কেজি চাল, দুই কেজি ডাল, দুই কেজি সয়াবিন তৈল, দুই কেজি পিয়াজ, এক কেজি লবণ, সাবান সহ নিত্য প্রয়োজনীয় বেশ কিছু সামগ্রী। এ সময় প্রতিটি পরিবারের হাতে খাদ্যসামগ্রী পৌছে দেয়ার সময় উপস্হিত ছিলেন ১নং দেউলাবাড়ি ইউনিয়নের সাবেক সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম খান, ঘাটাইল উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আ,খ,ম রেজাউল করিম, উপজেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক আবু বকর সিদ্দিক, পৌর বিএনপির সাধারন সম্পাদক ফারুক হোসেন ধলা,দেউলাবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমান খান, সাবেক সহ সভাপতি ফারুকুল ইসলাম মিয়া, সাধারন সম্পাদক ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাফিজুর রহমান ভূইঞা, ২নং ঘাটাইল ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম খান( রন), সাধারন সম্পাদক শফিকুর রহমান বাবলু, উপজেলা যুবদলের সভাপতি রফিকুল ইসলাম দুলাল, যুগ্ম সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিয়া( শাহীন), সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহম্মেদ সাগর, উপজেলা ছাত্র দলের সভাপতি মোঃ হাছানুজ্জামান তরুন, সাধারন সম্পাদক মোঃ আফজাল হোসেন সহ উপজেলা, ইউনিয়ন ও প্রতিটি ওয়ার্ডের বিপুল সংখ্যাক নেতাকর্মী ও সাধারন মানুষ। এ সময় তরুন সমাজ সেবক শামীম মিয়া বলেন, বিএনপি এ দেশের অসহায়, দরিদ্র ও গণমানুষের দল। দেশের ক্লান্তি লগ্নে বিএনপি অতীতেও যেভাবে আপনাদের পাশে ছিলেন সব সময় এখনো পাশে আছে এবং থাকবে। আমার এই কর্মসুচী অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে সকলের হাতেই আমরা এই ত্রান পৌছে দেব।

Share.