ঘুমধুম সীমান্তে দুই লাখ ইয়াবা জব্দ, পাঁচ রোহিঙ্গা আটক

0

বাংলাদেশ থেকে কক্সবাজার জেলা প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় দুই লাখ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ এবং পাচারে জড়িত অভিযোগে পাঁচ রোহিঙ্গাসহ ছয়জনকে আটক করেছে কক্সবাজার ৩৪-বিজিবির সদস্যরা। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজুআমতলী আমবাগান এলাকা থেকে এসব ইয়াবা জব্দ করা হয়েছে।আটককৃতরা হলেন উখিয়ার কুতুপালং লম্বাশিয়া-১, ব্লক-এ রোহিঙ্গা ক্যাম্পের মো. রহমত উল্লাহ (২৫), মো. মাহমুদুল হাসান (২১), মো. সেলিম (২২), মো. আমিন (২২), মো. জিয়াবুল হক (২৬) ও উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থ্যাইংখালী গ্রামের মো. জয়নাল আবেদীন (২৫)।  কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, মিয়ানমার থেকে একটি ইয়াবার চালান বাংলাদেশে প্রবেশ করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি রেজু আমতলী বিওপির সদস্যরা নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের রেজুআমতলী আমবাগান এলাকায় ওত পেতে থাকে। পরে সকাল ৯টার দিকে সীমান্ত থেকে ছয়জনকে বাংলাদেশের দিকে আসতে দেখে বিওপির টহল দল তাদের চ্যালেঞ্জ করলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে তাদের আটক করে শরীর তল্লাশি করে কোমরে লুঙ্গি ও গামছা মোড়ানো অবস্থায় আনুমানিক দুই লাখ পিস ইয়াবা জব্দ করে।  এসব ইয়াবার মূল্য প্রায় ছয় কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।

Share.