বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬

ঘূর্ণিঝড় বুলবুল: সোমবারের জেএসসি ও জেডিসি পরীক্ষাও স্থগিত

0

ঢাকা অফিস: আগামী ১১নভেম্বরের (সোমবার) জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা স্থগিত করা হয়েছে। ঘূর্ণিঝড় ‘বুলবুল’র কারণে এই সিন্ধান্ত নেওয়া হয়েছে বলে শনিবার শিক্ষা মন্ত্রণালেয়র জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবারের জেএসসি ও জেডিসি পরীক্ষা স্থগিত করা হয়। পরে এদিনের জেএসসির পরীক্ষা ১২ নভেম্বর ও জেডিসির পরীক্ষা ১৪ নভেম্বর নেওয়ার সিদ্ধান্ত হয়। অষ্টম শ্রেণির জেএসসি-জেডিসি পরীক্ষায় এছর অংশ নিচ্ছে ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন শিক্ষার্থী। অতিপ্রবল ঘূর্ণিঝড় বুলবুল শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা নাগাদ সুন্দরবন হয়ে বাংলাদেশ উপকূলে আঘাত হানতে যাচ্ছে। সেজন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে উপকূলজুড়ে।

Share.