বৃহস্পতিবার, জানুয়ারী ২৩

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ক্ষয়ক্ষতির আশঙ্কায় মহাবিপদ সংকেত ঘোষণা

0

ঢাকা অফিস: ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ক্ষয়ক্ষতির আশঙ্কায় মহাবিপদ সংকেত ঘোষণা করা হয়েছে। রোববার (২৬ মে) সকালে দূর্যোগ প্রতিমন্ত্রী মুহিববুর রহমানের এ সংক্রান্ত ব্রিফিংয়ের দুই ঘণ্টার মধ্যেই এমন ঘোষণা দিলো দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানায়, প্রবল ঘূর্ণিঝড় রিমাল উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি এড়াতে পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।

Share.