ঢাকা অফিস: কোটা আন্দোলনের স্বপক্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রেখেছে আন্তর্জাতিক ইসলামী ইউনিভার্সিটি (আই আই ইউ সি) চট্টগ্রামের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল দশটায় প্রথমে রেললাইন অবরোধ করে শিক্ষার্থীরা। এরপর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন, প্রথমে পুলিশ ছাত্রদের চট্টগ্রাম ঢাকা সড়ক অবরোধ করতে বাধা দিলে পরবর্তীতে তারা উভয় পথেই অবরোধ সৃষ্টি করে। এখন পর্যন্ত ছাত্রদের মহাসড়কে অবরোধ চলছে। এ ব্যাপারে কুমিরা হাইওয়ে থানার ওসি খোকন চন্দ্র রায় বলেন, সকাল থেকে ছাত্ররা কোনরকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই মহাসড়কে অবস্থান নিয়েছে। তাদের দাবি আন্দোলন ততক্ষণ চালিয়ে যাবে যতক্ষণ না তাদের দাবি আদায় হয়। এদিকে সকাল ১০ টা থেকে চলমান সড়ক অবরোধের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। অসহ্য রোদের গরমে যাত্রীদের অনেকটা হাঁসফাঁস অবস্থা।
চট্টগ্রাম-ঢাকা মহাসড়ক অবরোধ করলো আইআইইউসি ছাত্ররা
0
Share.