শুক্রবার, ডিসেম্বর ২৭

চবিতে ছাত্রলীগের দুই নেতাকে কুপিয়ে জখম, অবরোধের ডাক

0
ঢাকা অফিস: চবিতে ছাত্রলীগের দুই নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আহতরা হলেন, শাখা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সুমন নাছির ও ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল নাহিয়ান রাফি । রবিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টার দিকে এ দুই নেতাকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন হাটহাজারীর এগারো মাইল এলাকায় কুপিয়ে আহত করা হয় । জানা যায়, গত কয়েকদিন ধরেই সংঘর্ষে লিপ্ত ছিল ছাত্রলীগের দুটি পক্ষ সিএফসি ও ভিএক্স। এ সংঘর্ষের জের ধরে এই হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে খবর ছড়িয়ে পরলে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী ও আমানত হলের সামনে অবস্থান নিয়েছে দুই পক্ষ । সেখানে উভয় পক্ষ থেকে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে মহরা দিতে দেখা গেছে। ভাঙচুর করা হয়েছে পুলিশের গাড়িও। প্রতিক্রিয়ায় ২৪ ঘন্টার মধ্যে দোষীদের গ্রেফতারের দাবিতে অবরোধের ডাক দিয়েছেন শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল।
Share.