বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬

চলছে আ.লীগ- বিএনপির মধ্যে তুমুল সংঘর্ষ

0

ঢাকা অফিস: সিরাজগঞ্জে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে তুমুল সংঘর্ষ চলছে। সরকারি কলেজে বিজয় র‍্যালিকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত হয় বলে জানা যায়। আজ রোববার বাংলাদেশ সময় বেলা ১২টার দিকে সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সরকারি কলেজের বিজয় র‍্যালিতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ দসদ্য হাবিবে মিল্লাত। কলেজ থেকে র‍্যালি বের করে সিনেমা হলের সামনে গেলে দুপক্ষ সংঘর্ষে জড়ায়। আওয়ামী লীগ নেতাদের দাবি, র‍্যালির সামনের দিকেই ছিলেন এমপি হাবিবে মিল্লাত। তাকে লক্ষ্য করেই বিএনপি সমর্থকরা হামলা চালিয়েছে। তবে বিএনপির পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি। সংঘর্ষে দুপক্ষের লোকজনের ইটপাটকেল নিক্ষেপে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে।

Share.