ঢাকা অফিস: পাটখাতে প্রয়াজনীয় অর্থ বরাদ্দ, মজুরি কমিশন বাস্তবায়ন করাসহ ১১ দফা দাবিতে খুলনায় মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর ৬টা থেকে ২৪ ঘণ্টার ধর্মঘট পালন শুরু করেছে শ্রমিকরা। এ কর্মসূচি পালনকালে শ্রমিকরা মিলগুলোতে উৎপাদন বন্ধ রেখে মিলের গেটে অবস্থান নেন এবং গেটে সভা ও বিক্ষোভ প্রদর্শন করেন। রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-ননসিবিএ সংগ্রাম পরিষদর যুগ্ম আহবায়ক মুরাদ হোসেন ধর্মঘট শুরু ও শ্রমিক বিক্ষোভের বিষয়টি নিশ্চিত করেছেন। রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ- ননসিবিএ সংগ্রম পরিষদের ডাকে ৬ দিনের কর্মসূচির ৪র্থ দিন মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর ৬টা থেকে মিলগুলোতে এ ধর্মঘট শুরু হয়। খালিশপুর, আটরা ও নওয়াপাড়া শিল্প এলাকার শ্রমিক-কর্মচারী এ কর্মসূচিতে অংশ নেন। খুলনার খালিশপুর শিল্পাঞ্চলের ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর ও দৌলতপুর, দিঘলিয়া শিল্পাঞ্চলের স্টার, আটরা শিল্পাঞ্চলের আলীম ও ইস্টার্ন এবং নওয়াপাড়া শিল্পাঞ্চলের কার্পেটিং ও জেজেআইর শ্রমিকরা উৎপাদন বন্ধ রেখে নিজ নিজ মিল গেটে সমবেত হন।
উল্লেখ্য, আজ ৩ ডিসেম্বর বাংলাদেশ সময় ভোর ৬টা থেকে শুরু হওয়া এ ধর্মঘট চলবে আগামীকাল ৪ ডিসেম্বর ভোর ৬টা পর্যন্ত। ধর্মঘট চলাকালে আজ মঙ্গলবার বাংলাদেশ সময় বিকাল ৪টায় নিজ নিজ মিল গেটে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়া ৮ ডিসেম্বর বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় গেট সভা, ১০ ডিসম্বর বাংলাদেশ সময় সকাল ৮ থেকে অমরন অনশন কর্মসূচি পালন করবে রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা।
চলছে খুলনার ৯ পাটকলে ধর্মঘট
0
Share.