চলতি বছরেই সীমান্ত খুলে দিতে চায় সিঙ্গাপুর

0

ডেস্ক রিপোর্ট:  সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি হিয়েন লং চলতি বছরেই তার দেশের সীমান্ত খুলে দেওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন।  করোনার সংক্রমণ ঠেকাতে এক বছরেরও বেশি সময় জুড়ে বন্ধ রয়েছে দেশটির সীমান্ত। তবে এখন বিশ্বের বেশিরভাগ দেশই ভ্যাকসিন কার্যক্রম শুরু করায় চলতি বছরের শেষেই সীমান্ত খুলে দেওয়া যাবে বলে এক সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি।করোনার প্রকোপ ঠেকাতে দক্ষিণ এশিয়ার দেশটিতে অপ্রয়োজনীয় ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে ব্যবসায়িক বা পেশাগত কাজে ভ্রমণের অনুমতি দেওয়া হয়েছিল তাও কঠোর স্বাস্থ্যবিধি মেনে।এ বছরের মধ্যে যদি সিঙ্গাপুরের বেশিরভাগ মানুষকে ভ্যাকসিন প্রদান সম্পন্ন হয় তো ভ্রমণকারীদের জন্য আন্তর্জাতিক সীমান্ত খুলে দেওয়া যাবে বলে রোববার এক সাক্ষাৎকারে বিবিসিকে জানিয়েছেন প্রধানমন্ত্রী লি।চলতি বছরের শেষে বা আগামী বছরের শুরুতেই সীমান্ত খুলে দেওয়া হতে পারে। তিনি বলেন, এই সময়ের মধ্যেই আমরা ভ্রমণকারীদের জন্য নিজেদের দ্বার উন্মুক্ত করতে পারব।শুরু থেকেই করোনাভাইরাসকে গুরুত্বের সঙ্গে নিয়েছে সিঙ্গাপুর। ফলে দেশটি ইতোমধ্যেই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সফল হয়েছে। দেশটিতে দৈনিক সংক্রমণ এখন অনেক কম। ইতোমধ্যেই সেখানে ভ্যাকসিন কার্যক্রম শুরু হয়েছে।জানা গেছে, এই বছরের শেষ নাগাদ পুরো জনগোষ্ঠীকে ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে সিঙ্গাপুর। দেশটিতে ফাইজার-বায়োএনটেক এবং মডার্নার ভ্যাকসিনের অনুমোদন দেওয়া হয়েছে। তবে পার্শ্বপ্রতিক্রিয়ার কথা চিন্তা করে অনেকের মধ্যেই ভ্যাকসিন গ্রহণে আগ্রহ কম দেখা যাচ্ছে।

Share.