বিনোদন ডেস্ক: তাঁকে বলা হয় বলিউডি গানের রানি। অন্তর্জালে এতটাই জনপ্রিয়, তাঁর যেকোনো গান ইউটিউব বা অন্য মাধ্যমে প্রকাশ পেলে কোটি কোটি ভিউ। গান বলুন আর দুষ্টুমি, বারবার পেজ থ্রির পাতায় উঠে আসেন তিনি। হ্যাঁ, তিনি নেহা কক্কর। ব্যক্তিগত জীবন নিয়েও খবরের শিরোনাম হন বারবার। এবারও হলেন। ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি মজার পোস্ট দিয়েছেন তিনি। যেখানে তাঁর সঙ্গীকে ইঙ্গিতে বিয়ের কথা বলছেন। নেহা পাঞ্জাবি ভাষায় লিখেছেন, ‘আজা চল বিয়া করবাইয়ে লকডাউন বিচ কাট করবাইয়ে।’ যার বাংলা অর্থ দাঁড়ায়, চলো লকডাউনে বিয়ে করে ফেলি, লকডাউনে খরচ অনেক কমবে।
দেখুন মিউজিক ভিডিও :এ পর্যন্ত পড়ার পর একটু থামুন। কারণ, এ কথা তাঁর হালে মুক্তি পাওয়া ‘ডায়মন্ড রা চল্লা’ গানের চরণ। বুঝতেই পারছেন, গানের প্রচারণার অংশ হিসেবে এমন দুষ্টুমি নেহার। মিউজিক ভিডিওটি মুক্তি পেয়েছে গত ২৬ আগস্ট। পারমিশ ভার্মার সঙ্গে কণ্ঠ দিয়েছেন তিনি। ভিকি সাঁধুর কথায় এ পাঞ্জাবি গানে সুর দিয়েছেন রজত নাগপাল। মাত্র পাঁচ দিনে দেশি মিউজিক ফ্যাক্টরির ইউটিউব চ্যানেলে গানটি ভিউ পেয়েছে এক কোটি ৪২ লাখের বেশি।বলিউড বাবলের খবর, লকডাউনে বেশ কিছু গান মুক্তি পেয়েছে নেহার। সবগুলোই হিট হয়েছে অন্তর্জালে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ভক্তকুল নজরে পড়ার মতো। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার ৪৫.৩ মিলিয়ন।সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি কলেজের ভর্তির মেধাতালিকা প্রকাশের পর চমকে ওঠে অন্তর্জালবাসী। বলিউড অভিনেত্রী সানি লিওনি, যুক্তরাষ্ট্রের সাবেক প্রাপ্তবয়স্ক ছবির তারকা মিয়া খলিফা, এমনকি নেহা কক্করের নামও উঠে এসেছে ভুয়া মেধাতালিকায়। এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। আইনগত পদক্ষেপও নিয়েছে কলেজগুলো।